E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের বিদায় সংবর্ধনা

২০২৬ জানুয়ারি ১০ ১৫:৩১:০৮
খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের বিদায় সংবর্ধনা

দিলীপ চন্দ, ফরিদপুর : শিক্ষা জীবনের শুরু থেকে আলোর পথে শিক্ষার্থীদের পথ দেখানো খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কর্মচারীরা পেলেন শিক্ষার্থীদের অকৃত্রিম ভালোবাসা ও সম্মান। ফরিদপুর সদর উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।

শুক্রবার (৯ জানুয়ারি) ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নেওয়া শিক্ষক ও কর্মচারীদের বিদায় জানানো হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সম্মাননা স্মারক।

অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে অবসরপ্রাপ্ত শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের এই ভালোবাসাই তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। ছাত্রদের সাফল্য ও সম্মানই একজন শিক্ষকের প্রকৃত পুরস্কার। তারা আরও বলেন, শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার যে চেষ্টা করেছেন, তার স্বীকৃতি আজ এই সম্মাননার মাধ্যমে পেয়েছেন।

প্রাক্তন শিক্ষার্থীরা জানান, তাঁদের জীবনে সুশিক্ষা ও নৈতিকতা গড়ে তুলতে শিক্ষকদের অবদান অপরিসীম। তারা বলেন, “স্যারেরা আমাদের আদর্শ শিক্ষক। আমাদের মানুষ হওয়ার পেছনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। আমরা আজীবন তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব।”

অনুষ্ঠানে খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী বক্তব্যে শিক্ষকরা বলেন, আনুষ্ঠানিকভাবে কর্মজীবনের ইতি টানলেও শিক্ষার্থীদের জন্য তাঁদের দোয়া ও ভালোবাসা আজীবন অটুট থাকবে।

দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান হলেও শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন এই আদর্শ মানুষ গড়ার কারিগররা।

(ডিসি/এএস/জানুয়ারি ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test