E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ১

২০২৬ জানুয়ারি ১১ ১৪:৪২:৩২
ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ১

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে মহাসড়কের ওপর বাসের ধাক্কায় মো. রফিকুল ইসলাম (৬২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

নিহত রফিকুল ইসলাম কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি নেতা মো. শরিফুল ইসলাম সুজার বড় ভাই।

গতকাল শনিবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাছকান্দি বাজার মুন্সীপ্লাজা এর সামনে ঢাকা-খুলনা-মাগুরা মহাসড়কের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান 'দৈনিক বাংলা ৭১' কে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ৮ টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাছকান্দি বাজার মুন্সীপ্লাজা এর সামনে ঢাকা-খুলনা-মাগুরা মহাসড়কের ওপরে মাগুরা থেকে ফরিদপুরগামী একটি অজ্ঞাতনামা যানবাহন মাছকান্দি বাজার এলাকা অতিক্রম কালে উক্ত স্থানে পৌঁছালে পথচারী মো. রফিকুল ইসলাম (৬২), পিতা: মৃত ছমির উদ্দিন মাস্টার, সাং- ভরকান্দি, থানা :কোতোয়ালী, জেলা ফরিদপুর, কে ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান এবং গুরুতর আঘাত/জখম প্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রফিকুলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে, পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস রফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে চলে যায়। তবে, তারা কেউ ঘাতক বাসটির নম্বর সনাক্ত করতে পারেন নাই। এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, 'সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক বাসটিকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

বর্তমানে এ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় নিহতের ছোটভাই বিএনপি নেতা মো. শরিফুল ইসলাম সুজা জানান, বেলা ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

(আরআর/এএস/জানুয়ারি ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test