E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

২০২৬ জানুয়ারি ১১ ১৮:৩৩:২৩
টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে ২০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুরে সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ এনডিসি, এ এফ ডব্লিউ সি, পিএসসি ২০০ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সেনাবাহিনী জানায়, প্রতি বছরের ন্যায় এ বছরও, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা। সেনাবাহিনীর পক্ষ হতে শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত হন এবং সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভবিষ্যতেও, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে জেনারেল অফিসার কমান্ডিং আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সদর দপ্তর ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসিসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/জানুয়ারি ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test