E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুন্সীগঞ্জে নগদ টাকা ও মাদকসহ ১০ মাদক কারবারী গ্রেপ্তার

২০২৬ জানুয়ারি ১১ ১৮:৩৬:৫৯
মুন্সীগঞ্জে নগদ টাকা ও মাদকসহ ১০ মাদক কারবারী গ্রেপ্তার

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নে সহিংসতা ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক এবং নগদ টাকাসহ ১০ জন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত শনিবার রাত ৭টার দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালায়।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকান্ড রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযানে ঘটনাস্থল থেকে আনুমানিক ১ কেজি গাঁজা, ২ পিস ইয়াবা, ২০০টিরও বেশি শনাক্তহীন মাদক এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৩ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা টংগিবাড়ী উপজেলার চিহ্নিত অবৈধ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পরবর্তীতে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার জন্য টংগিবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ড দমনে তারা বদ্ধপরিকর। অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।#

(এমকে/এসপি/জানুয়ারি ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test