E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

২০২৬ জানুয়ারি ১৩ ১৮:০১:১১
জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পৃথক দুটি নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৪ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে জামালপুর শিশু আদালত-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, নারী ও শিশু আইন মামলার রায়ে প্রধান আসামি মো. নয়নকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ ধারায় দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া এ মামলার অন্য দুই আসামি মো. আনোয়ার এবং মোছা. শাহনাজ পারভীন সুইটিকে ১০/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার সমুদয় টাকা ভিকটিম মাহবুবা জান্নাত ইরা পাবেন বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।

অন্যদিকে, ইসলামপুর থানার অপর একটি মামলায় স্ত্রীকে নির্যাতনের দায়ে মো. ফরিদ খন্দকার নামে এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত। দণ্ডপ্রাপ্ত ফরিদ ইসলামপুরের চরচারিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে। তাকে আইনের ১১(গ) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা ভিকটিম মোছা. সুবর্না আক্তার পিংকি প্রাপ্য হবেন।

রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফজলুল হক। রায়ের পর দণ্ডিত আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

(আরআর/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test