E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বক্তব্য বিকৃত করে ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন

২০২৬ জানুয়ারি ১৩ ১৮:২২:৩৪
বক্তব্য বিকৃত করে ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর মেডিকেল কলেজে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রদত্ত বক্তব্য ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

আজ মঙ্গলবার ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ফরিদপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি যে বক্তব্য প্রদান করেছিলেন, তা সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি। বরং বক্তব্যের কিছু খণ্ডিত অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়েছে, যার ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার বিষয়ে তিনি কখনোই কোনো মন্তব্য করেননি। তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল আরও বলেন, ফরিদপুর মেডিকেল কলেজে একটি সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল। সে লক্ষ্যে মেডিকেল কলেজে রাজনীতি উন্মুক্ত করার জন্য তিনি কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এ বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতে তিনি গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান শামীম এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test