E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০২৬ জানুয়ারি ১৩ ১৮:৪৩:৫৪
নড়াইলে খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রূপক মুখার্জি, নড়াইল : লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে লোহাগড়া শহরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে লক্ষ্মীপাশা পেট্রোল পাম্প সংলগ্ন দলীয় কার্যালয়ে এই আলোচনাসভা ও দোয়ার আয়োজন করা হয়।

৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হিরু মোল্যার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ সভাপতি গোপাল দত্ত, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো: আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান স্বপন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো: ফারুক শেখ, ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজা শেখ, শ্রমিক নেতা মনোয়ার হোসেন সেন্টু, সেলিম শেখ, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মারুফ শেখসহ প্রমূখ।

সভা শেষে মুফতি জাফর শেখের সঞ্চালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test