E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবদল নেতার

২০২৬ জানুয়ারি ১৩ ১৮:৫২:৩৬
সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবদল নেতার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে সাতক্ষীরার তালা ফায়ার সার্ভিস স্টেশনের সামনের সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান রানা তালা উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক ও খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। তিনি বেসরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউটিটে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে নুরুদ্দীন নামে একজন জানান, সকাল সাড়ে আটটার দিকে মোটরসাইকেলযোগে রানা তালা সদরের দিকে যাচ্ছিলেন। ওই সময় তালা থেকে ঢাকা গামী লিটন ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সাভির্সের কর্মীরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খালিদ হাসান নয়ন জানান, হাসপাতালে আনার আগেই রানার মৃত্যু হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক ও হেলাপার পালিয়েছে।

(আরকে/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test