E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লৌহজংয়ে মাদক ও চোরাই মালামালসহ আটক ৩

২০২৬ জানুয়ারি ১৩ ২৩:৩৮:৩৭
লৌহজংয়ে মাদক ও চোরাই মালামালসহ আটক ৩

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদক, নগদ অর্থ ও চোরাই মালামালসহ তিনজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা পশ্চিম পারের খালপাড় এলাকায় মুনসুর সরদারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এহসানুল হক। সেনাবাহিনীর একটি বিশেষ টিম এ অভিযানে অংশ নেয়।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে, ৭০০ গ্রাম গাজা, ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৭ হাজার ৬২৪ টাকা, তিনটি মোবাইল, ইজিবাইকের ৩টি ব্যাটারি এবং ৩টি সাইকেল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গোয়ালী মান্দ্রা গ্রামের মো. আবজাল সরদারের পুত্র মোঃ শরিফুল ইসলাম (২৭) ও
মোঃ মুনসুর সরদার (৩৭) এবং জহির সরদারের পুত্র মোঃ আমান সরদার।

অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন লৌহজং থানার এসআই মো. নাদিম।

(এমকে/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test