E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিজয় মুকুটে আরও একটি পালক

পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ

২০২৬ জানুয়ারি ১৪ ১৭:৩৫:৩৭
পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ

# নবমবারের মতো উপজেলার শ্রেষ্ঠ

# ১৬টি ইভেন্টের ১৩ টিতে প্রথম স্থান

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা পর্যায়ে আবারও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে টুঙ্গিপাড়ার বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ (সাবেক খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ)। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে এ স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।

এ নিয়ে প্রতিষ্ঠানটি পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করল। এছাড়া ৯ম বারের মতো টুঙ্গিপাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। সেই সাথে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মো. আকরামুজ্জামান স্কুল পর্যায়ে জেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। শিক্ষা বিস্তার ও শিক্ষাঙ্গনে বিশেষ অবদানের জন্য তিনি জেলা পর্যায়ে ৫বার এবং উপজেলা পর্যায়ে ৯ বার কৃতিত্ব অর্জন করেছেন।

টুঙ্গিপাড়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ সংলগ্ন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠানটির অবস্থান। স্থানীয়ভাবে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৯৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আকরামুজ্জামান জানান, তার প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছে। এ বছরের শিক্ষা সপ্তাহে বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতা, ইংরেজি বক্তব্য, বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, উচ্চাঙ্গ নৃত্য, লোকনৃত্য এবং তাৎক্ষণিক অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শিক্ষা সপ্তাহের মোট ১৬টি ইভেন্টের ৯টিতে এককভাবে এবং ৪টিতে দলীয়ভাবেসহ মোট ১৩টি বিষয়ে প্রথম স্থান লাভ করেছে। এটি জেলার মধ্যে একক কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ।

অধ্যক্ষ আরো জানান, প্রতিষ্ঠানটিতে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ প্রয়োজনীয় সব সুবিধা। পাশাপাশি নিয়মিত বিতর্ক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে এবং ফলাফলের দিক থেকে প্রতিষ্ঠানটি জেলা মধ্যে সেরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে।

জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন জানান, চলতি বছরের জাতীয় শিক্ষা সপ্তাহে প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মো. আকরামুজ্জামান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভাল ফলাফলের পাশাপাশি সব ক্ষেত্রেই সাফল্য অর্জণ করে আসছে। এতে শিক্ষা বিস্তারের পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষার্থীর মেধা-মনন বিকাশে বিশেষ অবদান রাখতে পারছে।

এ বিষয়ে অধ্যক্ষ মো. আকরামুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সভাপতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই শিক্ষানুরাগী ও দেশাত্মবোধে উদ্বুদ্ধ। তাঁদের দায়বদ্ধতা ও আন্তরিকতায় ধীরে ধীরে এ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আমাদের কাজের স্পীহা বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রেরণা জোগায়। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

(টিবি/এসপি/জানুয়ারি ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test