E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

২০২৬ জানুয়ারি ১৪ ১৮:৩১:০২
সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে ৪২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা এবং দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। 

আজ বুধবার ভোরে সদর উপজেলার পলাশপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে মাদক ও নগদ টাকা ছাড়াও ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলারে পলাশপোল এলাকার আমিনুল সরদারের ছেলে মো. ইয়াসিন আরাফাত (২৫), কামাল নগর এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে মো. রাকিব হোসেন (২০) ও মৃত মুকুল হোসেনের ছেলে মো. মুরাদ হোসেন (২০)।

সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকৃতকৃত ইয়াসিন আরাফাত জেলার অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা এসব অস্ত্র ও লাঠি দিয়ে জেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক দমনে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাদুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(আরকে/এসপি/জানুয়ারি ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test