E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে জখম 

২০২৬ জানুয়ারি ১৫ ১৭:৫৮:১৮
জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে জখম 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামের ভবানী শংকর পোদ্দারের ছেলে সমীর পোদ্দার (৪৭) ও তার স্ত্রী লিপিকা পোদ্দার (৪০)।

আহত সমীর পোদ্দার জানান, প্রায় ১২ বছর আগে সোয়ানীপাড়া গ্রামের ধলু পোদ্দারের কাছ থেকে একটি ডোবা জমি কেনেন তিনি ও কিশোর পোদ্দার। পরবর্তীতে ওই ডোবা জমি ভরাট করে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন তিনি। ২ বছর আগে ওই জমির পাশ দিয়ে রাস্তা নির্মাণ হলে জমিটি দখলে নেয়ার চেষ্টা করে প্রতিবেশি কিশোর পোদ্দার। এনিয়ে আদালতে একটি মামলা দায়ের করা হলে আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন।

বুধবার সন্ধ্যায় নিষেধাজ্ঞাপূর্ণ জমিতে কিশোর পোদ্দার ও তার লোকজন কাজ করতে গেলে সমীর পোদ্দারের স্ত্রী লিপিকা পোদ্দার বাঁধা দেয়। পরে তিনি এসে বাঁধা দিলে কিশোর পোদ্দার ও তার লোকজন মারধর করে। একপর্যায়ে তাকে রামদা দিয়ে আঘাত করলে স্ত্রী লিপিকা ঠেকাতে গেলে রামদায়ের কোপে মারাত্মত আহত হন। পরে পরিবারের অন্যান্য সদস্যরা ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্যা আফজাল হোসেন জানান, এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test