E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জারি গানে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করলো কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

২০২৬ জানুয়ারি ১৬ ০০:২১:১৮
জারি গানে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করলো কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

রিপন মারমা, কাপ্তাই : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। জারি গান ও বাংলা রচনা প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা একাধিক গৌরবজনক স্থান দখল করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জারি গান (ক-বিভাগ) গ্রুপে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের নাজিফা জাহান ও তার দল। বিজয়ী দলের অন্যান্য সদস্যরা হলেন— আদৃতা দে, আদৃতা দাশ, আরধ্য ত্রিপুরা, অদ্বিতীয়া মারমা এবং জ উইন।

এছাড়াও জারি গানের খ-বিভাগে নিং নিং ফ্রু চৌধুরী ও তার দল এবং গ-বিভাগে স্বর্নালী বড়ুয়া ও তার দল বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখেছে।

অন্যান্য অর্জন সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি মেধার স্বাক্ষর রেখেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বাংলা রচনা প্রতিযোগিতার (ক-বিভাগ) ৮ম শ্রেণীর শিক্ষার্থী অভিজ্ঞ চাকমা বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই বিভাগীয় প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিজয়ী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক তামান্না ইসলাম জানান, দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে এবং ফলাফল ঘোষণার পর আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

বিভাগীয় পর্যায়ে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর এই সাফল্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ আরও অনেকে।

অভিনন্দন বার্তায় সাফল্যের তারা বলেন, এই সাফল্য কাপ্তাই তথা রাঙ্গামাটি জেলার জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

(আরএম/এএস/জানুয়ারি ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test