E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে পাম্প কর্মীকে গাড়ি চাপায় হত্যার অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

২০২৬ জানুয়ারি ১৭ ০০:৫৭:২১
তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে পাম্প কর্মীকে গাড়ি চাপায় হত্যার অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হয়েছেন করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহা (২৮)।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে। তিনি পরিবারের বড় সন্তান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের একটি কালো রঙের পাজেরো জিপ ফিলিং স্টেশনে আসে। গাড়িতে থাকা আবুল হাশেম সুজন পাঁচ হাজার টাকার অকটেন নেয়ার নির্দেশ দেন। তেল নেয়ার পুরো সময় তিনি পাম্প কর্মচারী রিপন সাহার পাশেই দাঁড়িয়ে ছিলেন। তেল নেয়া শেষ হলে টাকা পরিশোধ না করেই গাড়িতে উঠে চালককে দ্রুত চলে যেতে বলেন।

টাকা চাইতে রিপন গাড়ির পেছনে গেলে একপর্যায়ে গাড়ি থামিয়ে রিপনের সঙ্গে কথা বলেন সুজন। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দিলে রিপন গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী করিম ফিলিং স্টেশনের কর্মচারী নজরুল ইসলাম জানান, গাড়িটি প্রায় একশ গজ দূরে গিয়ে রিপনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ গাড়ি ও অভিযুক্তদের শনাক্ত করে। শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকা থেকে আবুল হাশেম সুজন (৫৫) ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আবুল হাশেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। তিনি ২০১৮ সালে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি সম্প্রতি জামিনে মুক্ত হন।

আহল্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তেলের টাকা না দিয়ে পালানোর সময় গাড়িচাপায় একজন কর্মচারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নিহত রিপনের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। কান্নাজড়িত কণ্ঠে তার বাবা পবিত্র সাহা বলেন, আজ আমার বড় ছেলের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল। আমার সব শেষ হয়ে গেল। আমি এই হত্যার বিচার চাই।

করিম গ্রুপের ম্যানেজার ইমরান হোসেন জীবন বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। কোম্পানির পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে দাঁড়ানো হবে এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়া হবে।

(একে/এএস/জানুয়ারি ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test