E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এ্যাসেনসিয়াল ড্রাগস কর্মীদের বৈষম্য দূর করে চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিলেন ডা. বাবর 

২০২৬ জানুয়ারি ১৭ ১৫:৫৪:২২
এ্যাসেনসিয়াল ড্রাগস কর্মীদের বৈষম্য দূর করে চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিলেন ডা. বাবর 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরের সাথে এ্যসেনসিয়াল ড্রাগস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা  মতবিনিময় সভা  করেছেন । শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে  এ সভা অনুষ্ঠিত হয়। 

এসেনসিয়াল ড্রাগসে কর্মরত গোপালগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, গোপালগঞ্জ জেলার অধিবাসী হওয়ায় তারা বর্তমানে কর্মক্ষেত্রে চরম বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন। এমনকি অনেককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হচ্ছে। তারা তাদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ডা. বাবরের হস্তক্ষেপ কামনা করেন।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ ও উদ্বেগের কথা শুনে ডা. কে এম বাবর তাদের আশ্বস্ত করে বলেন, "গোপালগঞ্জের কোনো মানুষের চাকরি যাবে না। যারা বর্তমানে ক্যাজুয়াল হিসেবে কাজ করছেন, বিএনপি ক্ষমতায় আসলে তাদের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে। এছাড়া ইতিমধ্যে যাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের প্রত্যেকের চাকরি ফিরিয়ে দেওয়ার সুব্যবস্থা করব।"

তিনি আরো বলেন, গোপালগঞ্জ কোনো বিশেষ জেলা হিসেবে অবহেলিত থাকবে না। বরং অন্যান্য জেলার মতো সকল সুযোগ-সুবিধা ভোগ করবে। এটি নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে গোপালগঞ্জের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ , জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রিপন মোল্লাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও এসেনশিয়াল ড্রাগসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

(টিবি/এএস/জানুয়ারি ১৭, ২০২৬)


পাঠকের মতামত:

১৭ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test