E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনার ফরিদপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ডোবায়

২০২৬ জানুয়ারি ১৮ ১৭:৫৭:২০
পাবনার ফরিদপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ডোবায়

চাটমোহর প্রতিনিধি : পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রাম সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত স্কুলছাত্রী উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে ও জন্তিহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ জানুয়ারি বিকেলে নিজ বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

নিহতের ‎পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেলে স্কুলছাত্রী সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় ১৬ জানুয়ারি তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর দুদিন পর রোববার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি লাশটি ভাসতে দেখেন। পরে খবর পেয়ে সুরাইয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে দুপুরে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় পরিবারটিতে চলছে শোকের মাতম।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আকনজি বলেন, ডোবার পানিতে থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে শিগগির আইনের আওতায় আনা হবে।

(এসএইচ/এসপি/জানুয়ারি ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test