E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে কোটি টাকা মূল্যের দুর্লভ কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

২০২৬ জানুয়ারি ১৯ ০০:৩৯:৫৪
ফরিদপুরে কোটি টাকা মূল্যের দুর্লভ কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় কোটি টাকা মূল্যের ১১৮ কেজি ওজনের দুর্লভ কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় ওই মুর্তিটি পাচারকারী সন্দেহে আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ (৩৫) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১০ (সিপিসি)-এর এক র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ আন্তঃজেলা পাচারকারী চক্রের প্রধান।

রবিবার (১৮ জানুয়ারি) বিকাল অনুমান পৌনে পাঁচটার দিকে র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন বুরাইচ এলাকায় অভিযান পরিচালনা করে এ দুর্লভ কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার করে এবং উপরোক্ত পাচারকারী ব্যক্তিকে গ্রেপ্তার করে।

রবিবার রাত ৯টার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনি. সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তির বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ করে রেখেছে। এ বিষয়টি জানতে পেরে বর্ণিত আভিযানিক দল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আনুমানিক ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা মূল্যমানের একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ (৩৫) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বুরাইচ গ্রামের শেখ বাড়ীর মো. আকবর হোসেন শেখের পুত্র বলে জানা গেছে।

র‌্যাবের উদ্ধারকৃত এ বিষ্ণু মূর্তিটির ওজন ১১৮.৬০ কেজি ও উচ্চতায় ৪৯ ইঞ্চি বলে পরিলক্ষিত হয়েছে।

এদিকে, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মো. আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ স্বীকার করেছে যে, সে ও তার সাথের কতিপয় ব্যক্তি পরস্পর যোগসাজশে অবৈধভাবে কষ্টিপাথরের মুর্তি সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করতো। এছাড়া, তার বিরুদ্ধে মাদক ও চুরি মামলাসহ বিভিন্ন থানায় অন্তত ৯ টি মামলা রয়েছে এবং সে একটি মাদক মামলার সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামিও বটে।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত মো. আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ (৩৫)-কে থানা পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান দৈনিক বাংলা ৭১'কে জানান, 'গ্রেপ্তারকৃত এ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতের নিকট সোপর্দ করা হবে'।

(আরআর/এএস/জানুয়ারি ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test