E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝিনাইদহে পুলিশের লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার 

২০২৬ জানুয়ারি ১৯ ১৩:৫২:৩০
ঝিনাইদহে পুলিশের লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার 

হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ : জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতা সৃষ্টির আশঙ্কায় ঝিনাইদহ সদর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে।

সোমবার ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর এলাকায় ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. রুবেল হোসেনের বসতবাড়ি থেকে একটি মাল্টি ইমপ্যাক্ট সাউন্ড গ্রেনেড, একটি ককটেল এবং একটি র‌্যান্ডম মুভ টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, উদ্ধারকৃত টিয়ার গ্যাস গ্রেনেডটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত সরঞ্জামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, গত বছরের জুলাই মাসে সংঘটিত আন্দোলনকালীন সহিংসতার সময় বিভিন্ন থানা থেকে হারিয়ে যাওয়া বা লুট হওয়া অস্ত্র ও সরঞ্জামের অংশ এগুলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. রুবেল হোসেন গত বছরের জুলাই আন্দোলনের সময় সহিংস কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতেও ছিলেন।

অভিযান শেষে উদ্ধারকৃত সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এইচআর/এএস/জানুয়ারি ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test