E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গণভোট উপলক্ষে মহম্মদপুরে মতবিনিময় সভা 

২০২৬ জানুয়ারি ১৯ ১৯:১০:২১
গণভোট উপলক্ষে মহম্মদপুরে মতবিনিময় সভা 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গণভোট ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি গণভোটে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ.শাহনুর জ্জামানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা নির্বাচন অফিসার মোঃ ফারাজী বেনজীর আহম্মেদ।

এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মহম্মদপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আমিনুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিজান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী সরদার, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক রিয়াজুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মাফুজার রহমান, আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবু আহসান, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হোসনে মোবারক।

(বিএস/এসপি/জানুয়ারি ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test