E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ নেতার পদত্যাগের ঘোষণা 

২০২৬ জানুয়ারি ২০ ১৩:৫৩:৪৬
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ নেতার পদত্যাগের ঘোষণা 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা।

মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলন করে এমন ঘোষনা দেন তিনি।

পদত্যাগকারী মাহাজিব হোসেন মাহাদী ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার-ঝনঝনিয়া গ্রামের মোঃ শওকত শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহাদী বলেন, ২০২২ সালে গঠিত ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রেখেছিলো। কিন্তু কখনোই সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করলাম। আগামীতেও রাজনীতির সাথ যুক্ত হবো না বলেও অঙ্গীকার করলাম।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(টিবি/এএস/জানুয়ারি ২০, ২০২৬)



পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test