E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনা- ৪ আসনে তারেক জিয়ার হাত শক্তিশালী করার আহ্বান

২০২৬ জানুয়ারি ২০ ১৭:১৫:৪২
পাবনা- ৪ আসনে তারেক জিয়ার হাত শক্তিশালী করার আহ্বান

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা- ৪ (ঈশ্বরদী–আটঘড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং পাবনা-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি বলেন, “যোগ্যতা ও উপযুক্ততার বিচারে হাবিবুর রহমান হাবিবের চেয়ে এ আসনে আর কেউ নেই। তাই আপনাদের দায়িত্ব ও বিবেক দিয়ে বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি আরও বলেন, “ঈশ্বরদীবাসীর উন্নয়নের স্বার্থে একজন যোগ্য ও প্রবীণ নেতাকে আপনাদের সমর্থন দিতে হবে, যিনি দীর্ঘদিন ধরে মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন। যিনি মানুষের কাছ থেকে কিছু নেননি, বরং মানুষের জন্য দিয়েছেন। আমি ঈশ্বরদীবাসীর কাছে অনুরোধ করছি—মন খুলে, প্রাণ দিয়ে তাকে সহযোগিতা করুন এবং এই আসনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।”

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের আলহাজ্ব মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব। সঞ্চালনায় ছিলেন ভাষা প্রামানিক ও ছবি মণ্ডল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অন্যতম নেতা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং পাবনা-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর।

আলোচনা সভায় হাবিবুর রহমান হাবিব বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার ত্যাগের বিনিময়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। একনায়কতন্ত্র থেকে দেশকে মুক্ত করতে তিনি আজীবন সংগ্রাম করেছেন। গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে বারবার কারাবরণ করতে হয়েছে।”

এসময় আরো উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক বাবু,ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সর্দার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেম, উপজেলা যুবদলের আহ্বাযক সুলতান আলী টনি বিশ্বাস, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, বিএনপির আহবায়ক আব্দুস সামাদ সুলভ মালিথা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবাযক শরিফুল ইসলাম শরীফ, যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খন্দকার হেদায়েতুল্লাহ অনিক, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন, ছাত্রদল নেতা আব্দুল আউয়াল, বিকি আগারওয়াল, ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন, ইব্রাহিমসহ বিএনপিও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test