E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা 

২০২৬ জানুয়ারি ২০ ১৭:৪৬:৫৬
মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আজ মঙ্গলবার ননীক্ষীর ইউনিয়নের নওখন্ডা বাজারে এ সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক শেখ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন মৃধা।

তারা লিখিত বক্তব্যে বলেন, এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাচ্ছি যে, আমরা আওয়ামী লীগ এর স্ব-স্ব পদ থেকে স্বেচ্ছায় দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পদ ও পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই।

(টিবি/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test