E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম

২০২৬ জানুয়ারি ২০ ১৭:৫৭:৪৬
গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এম এম রেজাউল করিম। ফলে এ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আ: আজিজ মক্কী।

আজ মঙ্গলবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ জামানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন এম এম রেজাউল করিম।

জানা গেছে, জামায়াত ইসলামীর নেতৃত্বে সমমনা ইসলামী দলগুলোর ১০ দলীয় জোট কৌশলগত কারণে আসনটি শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। এরই ধারাবাহিকতায় দলের কেন্দ্রীয় নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জেলা জামায়াতের আমীর এম এম রেজাউল করিম।

মনোনয়ন প্রত্যাহারের পর রেজাউল করিম সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও সুশৃঙ্খল সংগঠন, যেখানে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। দল ও জোটের সম্মিলিত সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানান। এ বিষয়ে তার কোনো ধরনের অনুযোগ বা হতাশা নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রার্থী হিসেবে যে আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে তিনি মাঠে কাজ করেছেন, ঠিক একইভাবে এখন জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতেও তিনি এবং তার দল সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। ইসলামি মূল্যবোধ ও মানুষের কল্যাণে দল যে ভূমিকা প্রত্যাশা করে, তিনি সেভাবেই দায়িত্ব পালন করে যেতে চান।

(টিবি/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test