E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার

২০২৬ জানুয়ারি ২০ ১৮:০০:৩৩
ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার

ইসমাম আহমেদ, ঠাকুরগাঁও : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঠাকুরগাঁও- ২ আসনের বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী গোলাম মর্তুজা তুলা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে জেলা কালেক্টরেট হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার হাতে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি তুলে দেন।

এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, ঠাকুরগাঁও ২ আসন থেকে ৭ জনপ্রার্থি প্রতিদ্বন্দিতা করবেন।

(এআই/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test