E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার  

গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী

২০২৬ জানুয়ারি ২০ ১৯:২৫:১৭
গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : প্রত্যাহারের শেষ দিনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুইটি আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন। গোপালগঞ্জ- ২ আসন থেকে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। ফলে গোপালগঞ্জ-০২ আসনে বিএনপি একক প্রার্থী দিতে ব্যর্থ হল। 

গোপালগঞ্জ- ১ (মুকসুদপুর-কাশিয়ানী আংশিক) আসন থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এরা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হুসাইন আফসারী, জনতার দলের মো. জাকির হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. প্রিন্স আল আমিন ও স্বতন্ত্রপ্রার্থী নাজমুল আলম।
এ আসনে প্রতিদ্বন্দ্বীতায় রইলেন ৮ জন। প্রতিদ্বন্দ্বীরা হলেন, বিএনপি থেকে মো. সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আবদুল হামীদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদার, স্বতন্ত্র এম. আনিসুল ইসলাম, আশ্রাফুল আলম ও মো. কাইউম আলী খান।

গোপালগঞ্জ- ২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানী আংশিক)সংসদীয় আসনে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ আসনে ১১ জন প্রার্থীই প্রতিদ্বন্দ্বীতায় রয়ে গেছেন।

প্রার্থীরা হলেন- বিএনপি’র ডা. কে এম বাবর , ১০ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, গণঅধিকার পরিষদের দ্বীন ইসলাম, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা, গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্র কামরুজ্জামান ভূঁইয়া, স্বতন্ত্র এম. এইচ খান মঞ্জু (বিএনপি বিদ্রোহী), স্বতন্ত্র মো. সিরাজুল ইসলাম সিরাজ (বিএনপি বিদ্রোহী), স্বতন্ত্র উৎপল বিশ্বাস।

গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এম এম রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. আরিফুল দাঁড়িয়া ও খেলাফত মজলিসের আলী আহমেদ।
এ আসনে নির্বাচনের দৌড়ে রয়েছেন ৮ প্রার্থী। এরা হলেন- বিএনপি থেকে এস এম জিলানী, ১০ দলীয় জোট থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আঃ আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, গণঅধিকার পরিষদের আবুল বসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ, এনপিপি’র শেখ সালাউদ্দিন, স্বতন্ত্র মো. হাবিবুর রহমান ও স্বতন্ত্র। এ্যাড.গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

(টিবি/এসপি/জানুয়ারি ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test