E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে নৌকাসহ ৩ জেলে আটক

২০২৬ জানুয়ারি ২১ ১৮:২২:৪৫
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে নৌকাসহ ৩ জেলে আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অপরাধে একটি নৌকাসহ ৩ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। গত মঙ্গলবার রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি অভয়ারণ্যের মাইটের চরের খাল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি নৌকা ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। আজ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

আটক জেলেরা হলেন- খুলনা জেলার কয়রা উপজেলার পাথরখালী গ্রামের আজিবর সানার ছেলে আসাদুল সানা (৩৫), একই গ্রামের সামছুলর গাইনের ছেলে মিকানুর গাইন (৩৪), ও শ্যামনগর উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের আব্দুল করিম গাজীর ছেলে নাজিরুল গাজী (২৪)।

সাতক্ষীরা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার মোঃ ফজলুল হক জানান, একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সুন্দরবনে সংরক্ষিত এলাকা থেকে তাদের আটক করে। বন আইন, ১৯২৭ অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়েছে।

(আরকে/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test