E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ভ্যালু চেইন প্রমোশনাল কর্মশালা 

২০২৬ জানুয়ারি ২১ ১৮:৫০:০২
গোপালগঞ্জে ভ্যালু চেইন প্রমোশনাল কর্মশালা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন ও পরিচালনা নীতিমালা প্রচার বিষয়ক অংশীজনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার গোপালগঞ্জ বিএডিসি’র প্রশিক্ষণ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার, এপিসিউডিএএম) প্রকল্পের সহযোগিতায় কৃষি বিপনন অধিদপ্তর এ কর্মমালার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন কৃষি বিপনন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক (উপসচিব) মফিদুল ইসলাম।

কর্মশালায় গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা, গোপালগঞ্জ বিএডিসি’র উপ-পরিচালক সঞ্জয় কুমার দেবনাথ প্রমূখ বক্তব্য রাখেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপনন অধিদপ্তরের ভ্যালু চেইন কনসালটেন্ট কৃষিবিদ ফাইজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা কৃষি বিপনন কর্মকর্তা আরিফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ নাঈম আহম্মেদ। এ প্রশিক্ষণ কর্মশালায় ৫০জন অংশ নেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test