E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

'বিএনপি মানে উন্নয়ন, ধানের শীষ মানে উন্নয়ন'

২০২৬ জানুয়ারি ২১ ১৯:১২:৪৮
'বিএনপি মানে উন্নয়ন, ধানের শীষ মানে উন্নয়ন'

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর- ৩ সদর আসনের বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, বিএনপি মানে উন্নয়ন, ধানের শীষ মানে উন্নয়ন। দিনাজপুরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ভেটেরিনারি কলেজ, হাসপাতাল, বিকেএসপি, রাস্তা-ঘাটসহ সকল উন্নয়ন করেছেন এ আসনের প্রয়াত সংসদ সদস্য সাবেক মন্ত্রী বেগম খুরশীদ জাহান হক চকলেট আপা। আমরা সুযোগ পেলে আগামিতে বিএনপি উন্নয়ন করবে।

আজ বুধবার বিকেলে দিনাজপুর আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে দিনাজপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে আইনজীবী সমিতি সাধারণ সাম্পাদক এডভোকেট খ্যয়রাত আলী, পিপি এডভোকেট মোস্তাক, আনিসুর রহমান, এডভোকেট শাখওয়াত, জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মমিউদ্দিন মন্ডল বকুলসহ অন্যরা বক্তব্য রাখেন।

বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বিগত সরকার আমলে জনগনের ভোটে মেয়র নির্বাচিত হয়েও আমি দিনাজপুর পৌর এলাকার তেমন কোন উন্নয়ন করতে পারিনি। আমাকে বাঁধা প্রদান করা হয়েছে। জেল-জুলুম, হামলার, মামলার শিকার হয়েছি আমি।। নির্বাচন করে আমাকে সুযোগ দেওয়া হলে এ আসনের সকল রাস্তা-ঘাটের উন্নয়ন করার চেষ্টা করবো। দিনাজপুর সিটি কর্পোরেশন, দিনাজপুর শহরের প্রতিটি প্রধান প্রধান সড়ক গুলোকে ৪ লেন-এ রুপান্তর, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, পঞ্চগড় টু দিনাজপুর হয়ে- যশোর-খুলনা-কুষ্টিয়া-কক্সবাজার-বরিশাল রুটে ট্রেন যোগাযোগ ব্যবস্থা, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ব মানের হাসপাতালের রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প-কলকারখানা স্থাপন, দিনাজপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, রামসাগর ও শিশু পার্ককে আধুনিক মানের পর্যটক বিনোদন কেন্দ্রে রূপান্তর করবো ইনশাআল্লাহ্‌।

অনুষ্ঠানের সভাপতি সিনিয়র আইনজীব এডভোকেট আব্দুল হালিম সরকার বলেন, 'দিনাজপুর সদর-৩ আসনের প্রার্থী দিনাজপুরে কন্যা, আমাদের গৌরব দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ছিলেন। তার মৃত্যুর পর এ আসনে তিনবারের সফল সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির প্রার্থী। আমরা আশাকরছি। আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করতে পারবো। এই আসনে ধানের শীষ মার্কার গনজোয়ার সৃষ্টি হয়েছে। প্রয়াত প্রিয় নেত্রীর পবিত্র আমানত এই আসনে আমরা সব নেতাকর্মী ও সমর্থকেরা একযোগ হয়ে সৈয়দ জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পালন করছি।

(এসএস/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test