E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‌‌‌‌‌‌নির্বাচিত হলে মামলা বাণিজ্যের হ্যারাসমেন্ট বন্ধ করে দিবো: আজিজ

২০২৬ জানুয়ারি ২১ ১৯:২৬:১১
‌‌‌‌‌‌নির্বাচিত হলে মামলা বাণিজ্যের হ্যারাসমেন্ট বন্ধ করে দিবো: আজিজ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষকে মামলা বানিজ্যের মাধ্যমে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে সেটা সর্বপ্রথম বন্ধ করে দিবো বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-০৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) ১০ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল আজিজ। 

প্রতীক বরাদ্দ পেয়ে আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে জনগন যদি, খেদমতের সুযোগ দেন আমি ওয়াদা করছি সর্বপ্রথম এই অঞ্চলের মানুষ গুলোকে অত্যাচার, জুলুম, নির্যাতন ও মামলা বাণিজ্যের মাধ্যমে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এটাকে সর্বপ্রথম বন্ধ করে দেবো।

দ্বিতীয়ত কোন রকমের টেন্ডারবাজি হতে দেবো না। আর যুবসমাজের অবক্ষয় না হয় এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।

জনগণের উদ্দেশ্য তিনি বলেন, আপনাদের ভোটের মাধ্যমেই এই অঞ্চল থেকে কাউকে না কাউকে আপনারা দেশ পরিচালনার জন্য সংসদে পাঠিয়ে থাকেন।আমি আপনাদের কাছে প্রত্যাশা করি এ বছর অন্ততঃ যাচাই বাছাইয়ের জন্য হলেও একটি বারের জন্য আমাদেরকে নির্বাচিত করবেন। রিক্সা মার্কায় ভোট দিয়ে আপনাদের খেদমতের জন্য আমাদেরকে জাতীয় সংসদে পাঠাবেন।

দশ দলীয় জোটের প্রার্থী আব্দুল আজিজ আরও বলেন, আমার নির্বাচনী কার্যক্রম শুরু করেছি গওহরডাঙ্গা মাদ্রাসা থেকে।এখানের মুহতামিম, হুজুর সহ সকলের থেকে দোয়া নিয়েছি।আর আল্লামা শামসুল হক ফরিদপুরীর রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার মাধ্যমেই কার্যক্রম শুরু করলাম। রিক্সা মার্কার সাথে থাকবেন ও আগামী নির্বাচনে রিক্সাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস টুঙ্গিপাড়া শাখার সভাপতি হাফেজ মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কারী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test