E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সৎ লোকের শাসন চাই’

২০২৬ জানুয়ারি ২২ ১৩:২৯:৪৭
‘সৎ লোকের শাসন চাই’

রিপন মারমা, কাপ্তাই : আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিমের ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলা পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া বিভিন্ন এলাকায় তিনি এই নির্বাচনী প্রচারণা চালান।

বিকেল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ডা. এ টি এম রেজাউল করিম হোসনাবাদ ইউনিয়নের রেশম বাগান ৭ নম্বর ওয়ার্ড এবং রাঙ্গুনিয়া ৯ নম্বর ওয়ার্ডের পাড়া-মহল্লায় ঘরে ঘরে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এবং একটি দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি ও মাদকমুক্ত আধুনিক রাঙ্গুনিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিকেলে রেশম বাগান বাইতুস সালাম জামে মসজিদে আছরের নামাজ আদায় করার পর প্রার্থী ও নেতা-কর্মীরা রেশম বাগান পাহাড়ি পল্লী থেকে প্রচারণা শুরু করেন। এরপর হোসনাবাদ ইউনিয়নের পুকুরপাড় ইকবালিয়া মাদ্রাসা এলাকা, ছাদেকের ঘোনা ও কোব্বাদের ঘোনা হয়ে চন্দ্রঘোনা মগপাড়া এলাকায় গিয়ে গণসংযোগ শেষ হয়।

গণসংযোগকালে মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডা. রেজাউল করিম তার নির্বাচনী ইশতেহারের মূল দিকগুলো তুলে ধরেন। চট্টগ্রাম–কাপ্তাই সড়ক চার লেনে উন্নীতকরণ এবং কর্ণফুলী নদীতে নতুন ব্রিজ নির্মাণ।রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় রূপান্তর এবং উত্তর ও দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক সরকারি হাসপাতাল স্থাপন।আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং প্রবাসীদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণ ও ভিসা সহায়তা সেল গঠন। কৃষকদের আধুনিক বীজ ও বিপণন সুবিধা প্রদান এবং কর্ণফুলী নদী রক্ষায় ‘গ্রিন রাঙ্গুনিয়া’ প্রকল্প গ্রহণ।

গণসংযোগে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা থানা নায়েবে আমির মাওলানা লোকমান হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও পৌর সভাপতি মোহাম্মদ শাহ-আলম, দায়িত্বশীল মো. আবু তাহের, মোহাম্মদ আজিজুল হক, কেপিএম এলাকার প্রতিনিধি মোহাম্মদ কাওসার ও মোহাম্মদ রাসেলসহ কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

গণসংযোগ শেষে ডা. এ টি এম রেজাউল করিম বলেন, "রাঙ্গুনিয়াকে একটি ইনসাফভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতেই আমার এই পথচলা। আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।"

(আরএম/এএস/জানুয়ারি ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test