E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপি নেতাকে গলা কেটে হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, বৃদ্ধার মৃত্যু 

২০২৬ জানুয়ারি ২২ ১৮:০৯:৩৭
বিএনপি নেতাকে গলা কেটে হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, বৃদ্ধার মৃত্যু 

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও কলেজশিক্ষক রেজাউল করিমকে (৫২) গলা কেটে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আব্দুল ওহাব নামে এক ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই আগুনে পুড়ে মারা গেছেন ছাবিহা বেগম (৭২) নামে এক বৃদ্ধা। ওই বৃদ্ধা আব্দুল ওহাবের কি হন তা জানা যায়নি। এ দুটি হত্যার ঘটনায় এলাকার উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে খুন হন বিএনপির নেতা ও কলেজশিক্ষক রেজাউল করিম। এরপর রাত পৌনে ১২টার দিকে একই গ্রামের আব্দুল ওহাবের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। পরে নিজ ঘর থেকে উদ্ধার করা হয় ওই বৃদ্ধার লাশ।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) ও স্থানীয় সেনা ক্যাম্পের ক্যাপ্টেনসহ সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
নিহত রেজাউল করিম ওই গ্রামের সাবেদ আলীর র মছেলে। তিনি বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং নাটোর জেলা জিয়া পরিষদের সদস্য।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নুর এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার রাত ১১টার দিকে রেজাউল করিম বাসা থেকে পুকুরের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির কাছে রাস্তায় তার গলা কাটা লাশ দেখে স্বজনদের ও পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তিনি জানান, এ হত্যাকাণ্ডের পর ওই গ্রামের আব্দুল ওহাব নামে এক ব্যক্তির বাড়িতে একদল বিক্ষুব্ধ মানুষ ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও ঘরের মধ্যেই আগুনে পুড়ে মারা যান ছাবিহা বেগম নামে এক বৃদ্ধা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এদিকে সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব সারফুল ইসলাম বুলবুল জানান, নিহত রেজাউল করিম উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা এবং তিনি নাটোর জেলা জিয়া পরিষদের অন্যতম সদস্য। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় সিংড়া বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সিংড়া উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় ২৪ ঘণ্টার মধ্যে এই হত্যাকান্ডের আসামীদের আটকের আলমেটাম দেন নেতৃবৃন্দ।

অন্যদিকে এ হত্যায় অভিযুক্ত আব্দুল ওহাব কোন দলের বা মতাদর্শের তা জানা যায়নি।

(এডিকে/এসপি/জানুয়ারি ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test