E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে’

২০২৬ জানুয়ারি ২২ ১৯:২৩:৫৯
‘আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক এমপি আশরাফুজ্জামান আশু বলেছেন, আমি এমপি হলে শুধু একজন ব্যক্তি সংসদে যাবে না, সাতক্ষীরা সদর–দেবহাটার প্রতিটি মানুষই তখন এমপি হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর–দেবহাটা আসনে ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ শুরু করেছেন আশরাফুজ্জামান আশু।

আশরাফুজ্জামান আশু বলেন, আমি বিশ্বাস করি এমপি মানে ক্ষমতা নয়, দায়িত্ব ও সেবার জায়গা। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখ–দুঃখ, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

পূর্বেকার সংসদের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমি মাত্র সাত মাস সংসদ সদস্য ছিলাম। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই প্রমাণ করেছি রাজনীতিতে সৌজন্যতা, সহনশীলতা ও ন্যায়ের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমার সময়ে জামায়াত– বিএনপির একজন নেতাকেও বিনা কারণে গ্রেপ্তার হতে দিইনি। কাউকে রাজনৈতিক হয়রানি করা হয়নি। সব দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন।

তিনি সদর–দেবহাটার উন্নয়ন প্রসঙ্গে বলেন, এই জনপদের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে এখনও ব্যাপক কাজ বাকি রয়েছে। জনগণের সমর্থন পেলে তিনি পরিকল্পিত ও সমান উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা জাপা সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, পৌর সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুর হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, দেবহাটা উপজেলা সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাবেক ছাত্রনেতা মো. আনসার আলী গাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে নেতাকর্মীদের প্রতি নির্বাচনী প্রচার–প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারি ফিরোজ আহমেদ।

(আরকে/এসপি/জানুয়ারি ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test