E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ- ১ আসনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা 

২০২৬ জানুয়ারি ২২ ১৯:২৬:২৭
গোপালগঞ্জ- ১ আসনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুনতাসীর মামুন গৌরব, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। বিশেষ করে প্রচার-প্রচারণা, দেওয়াল লিখন পরিহার, নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ এবং জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন না ঘটানোর বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। আচরণবিধি লঙ্ঘনের যেকোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(টিবি/এসপি/জানুয়ারি ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test