E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় জামাতের নির্বাচনী পথসভা ও মিছিল

২০২৬ জানুয়ারি ২২ ১৯:২৮:৪৬
সাতক্ষীরায় জামাতের নির্বাচনী পথসভা ও মিছিল

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আসন্ন সংসদ নির্বাচনে প্রচারণার প্রথম দিনে সাতক্ষীরায় পথসভা ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সাতক্ষীরা- ২ আসনের নির্বাচনী এলাকা দেবহাটায় উপজেলা জামায়াতের উদ্যোগে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। 

শুরুতে পারুলিয়া বালিকা বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল মিছিল সাতক্ষীরা কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে সখিপুর মোড়ে পথসভায় মিলিত হয়।

এতে দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী এইচএম ইমদাদুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা- ২ আসনের সংসার সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। আরো বক্তব্য দেন জেলা জামাতের সহ সেক্রেটার আসাদুজ্জামান মুকুল।

সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে হ্যাঁ জয়যুক্ত করলে সাতক্ষীরা সহ সারাবাংলাদেশের পরিবর্তন আসবে। সময় এসেছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাৃজ ঠেকাতে ন্যায় ও ইনসাফের পক্ষে থাকুন।

(আরকে/এসপি/জানুয়ারি ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test