E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে বিএনপির নির্বাচনী মিছিল পথসভা 

২০২৬ জানুয়ারি ২৩ ১৬:০০:৩০
শ্রীনগরে বিএনপির নির্বাচনী মিছিল পথসভা 

আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জ- ১ আসনে প্রচারণার প্রথম দিনে শ্রীনগরে মিছিল ও পথ সভা হয়েছে। এছাড়া শ্রীনগর ও সিরাজদিখানের অন্যান্য ওয়ার্ডেও একযোগে নির্বাচনি মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এর আগে বিকালে শ্রীনগর সদর থেকে প্রচারনা মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ ০১ (শ্রীনগর -সিরাজদিখান) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ। 

গতকাল বৃহস্পতিবার বিকালে শ্রীনগর জমজম টাওয়ারের সামনে থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীনগর উপজেলা সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। এ সময় পথসভায় ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়ে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ০১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

পথ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভসহ শ্রীনগর ও পাটাভোগ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতকর্মি।

(এআই/এসপি/জানুয়ারি ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test