E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উৎসবমুখর পরিবেশে সোনাতলায় সরস্বতী পূজা 

২০২৬ জানুয়ারি ২৩ ১৬:২৪:২১
উৎসবমুখর পরিবেশে সোনাতলায় সরস্বতী পূজা 

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে। দেবী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংগীত ও শিল্পকলার দেবী। দেবী সরস্বতী শ্বেতশুভ্রবসনা তার হাতে রয়েছে বেদ ও বীণা। যার কারণে তাকে বীণাপাণিও বলা হয়। 

আজ শুক্রবার উপজেলার বিভিন্ন গ্ৰামে প্রায় ৬০/৭০টি মন্দির সহ বাড়িতে দেবী সরস্বতী পূজা উপলক্ষে কমলমতি শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় বিপুল উৎসাহ উদ্দীপনা। কমলমতি শিশুরা বই ফুল ফল হাতে নিয়ে পূজামণ্ডপে গিয়ে দেবী সরস্বতীর পুজায় অংশগ্রহণ করেন। এতে বড়দের কেউ অংশগ্রহণ করতে দেখা যায়। পূজা চলাকালীন সময়ে পুরোহিত মন্ত্র উচ্চারণ ও আরতির করা কালীন সময়ে ঢাকির ঢাকের তালে সেই সাথে কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে পূজামণ্ডপ মুখরিত হয়ে উঠে।

শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রতিবছর সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে শিক্ষার্থীরা এই দিনটি জ্ঞানলাভের দিন হিসেবে মনে করেন এবং তারা বইপত্র সরস্বতীর সামনে রেখে বিদ্যা লাভের প্রার্থনা করেন।

সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে শিক্ষার্থীরা প্রসাদ হিসেবে ফলমুল ও সবজি খিচুড়ি বিতরণ করেন।সরস্বতী পূজা না হওয়া পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীরা কুল বড়ই খাওয়া থেকে বিরত থাকেন। তবে শৃঙ্খলার সহিত খুদে শিক্ষার্থীদের "সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে"এই মন্ত্র উচ্চারণ করে দেবীর চরনে পুস্পার্ঘ অর্পণ করেন।

(বিএস/এসপি/জানুয়ারি ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test