E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর বিশাল গণমিছিল ও শোডাউন

২০২৬ জানুয়ারি ২৪ ১৭:১৯:৩৪
ফরিদপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর বিশাল গণমিছিল ও শোডাউন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী ও দলের কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদূত তাওয়াবের নেতৃত্বে ফরিদপুর শহরে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় মিছিলটি ফরিদপুর জেলা স্কুলের সামনের সড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রফেসর আবদূত তাওয়াব বলেন, ফরিদপুর দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জনপদ। তিনি নির্বাচিত হলে এবং তার দল সরকার গঠন করলে ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে রূপান্তর এবং এই অঞ্চলের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনী মাঠে একটি পক্ষ সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ভয়ভীতি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতের নেতাকর্মীরা হাইস্কুল মার্কেট চত্বরে সমবেত হন। পরে সেখান থেকেই কেন্দ্রীয় গণমিছিলে অংশ নেন তারা।

গণমিছিলে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

(ডিসি/এএস/জানুয়ারি ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test