E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ওষুধ পেলেন পাহাড়ি জনগোষ্ঠী

দুর্গম পাহাড়ে কাপ্তাই ৪১ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প 

২০২৬ জানুয়ারি ২৪ ১৭:৫১:০৪
দুর্গম পাহাড়ে কাপ্তাই ৪১ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প 

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির দুর্গম সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে জুরাছড়ি উপজেলার বগাখালী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বগাখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এই এলাকায় আয়োজিত চিকিৎসা সেবা কার্যক্রমে ১১২ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্। তিনি উপস্থিত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, দুর্গম অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও প্রতিজ্ঞাবদ্ধ। বিজিবি মহাপরিচালকের মূলনীতি—‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে আমরা কাজ করছি। আজকের এই ক্ষুদ্র প্রয়াস স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব করবে এবং বিজিবি ও জনসাধারণের মধ্যকার আস্থা আরও সুদৃঢ় করবে।"

দুর্গম দুমদুমিয়া ইউনিয়নের বগাখালী ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত ১১২ জন সাধারণ মানুষ। ইউনিটের মেডিকেল অফিসার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা, দীর্ঘমেয়াদী রোগের পরামর্শ এবং বিনামূল্যে মানসম্মত ওষুধ সরবরাহ।

অনুষ্ঠানে বিজিবি’র পদস্থ কর্মকর্তা, স্থানীয় পাড়া কারবারী, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ইলেকট্রনিকস এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাপ্তাই ব্যাটালিয়ন নিয়মিতভাবে সীমান্ত এলাকায় ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান এবং দুর্যোগকালীন সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই চিকিৎসা ক্যাম্পটি পরিচালিত হয়। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

(আরএম/এসপি/জানুয়ারি ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test