E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুরে পোশাক শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

২০২৬ জানুয়ারি ২৪ ১৯:৩১:২৫
গাজীপুরে পোশাক শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ ঘটনায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ শনিবার মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত যমুনা ডেনিমস লি. কারখানায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ টিয়াশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশ ও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

এক শ্রমিক বলেন, “আমাদের ৮ দফা দাবি ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা না মেনে পুলিশ এনে আমাদের উপর টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

শ্রমিকদের দাবিগুলো হলো- ডিরেক্টর কাজলকান্তির পদত্যাগ; বাৎসরিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে দিতে হবে এবং পরবর্তী বাৎসরিক ছুটির টাকা ডিসেম্বর মাসে দিতে হবে; টিফিন বিল ৫০ টাকা এবং রাত ১০টার পর ডিউটি করানো হলে নাইট বিলের ১৫০ টাকা দিতে হবে; হাজিরা বোনাস হেলপার থেকে অপারেটর সকলকে এক হাজার টাকা দিতে হবে; ৭ তারিখের ভিতরে বেতন পরিশোধ করতে হবে এবং যদি ৭ তারিখ শুক্রবার হয় তাহলে ৬ তারিখে পরিশোধ করতে হবে; জরুরি প্রয়োজনে ছুটি মঞ্জুর করতে হবে; ফ্লোরে কোন স্টাফ ওয়ারকারের সাথে খারাপ আচরণ এবং বাজে ভাষায় মা-বাপ তুলে গালি গালাজ করতে পারবে না; যদি কোন ওয়ার্কার স্টাফের বিরুদ্ধে রিপোর্ট দেয় তাহলে সরসরি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সকাল ১১টার সময় মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুলিশ জানায় কোন কিছু বুঝে ওঠার আগে উশৃঙ্খল শ্রমিক রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। পরে শ্রমিকরা পুলিশের সাথে বাজে আচরণ ও ইটপাটকেল মারলে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেট ছুড়ে ছত্রভঙ্গ করে। পরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, “উশৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

(এস/এসপি/জানুয়ারি ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test