E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

২০২৬ জানুয়ারি ২৪ ২০:০৮:১৮
আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিশু বিদ্যাপিট আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে এক ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত শিক্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সমাবেশের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি সম্মাননা প্রদান করা হয়। আজ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোছাঃ নাজনীন রব্বানী'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা কৃষি অফিসার পিযুষ রায়। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো: আজিজুর রহমান টুটুল। এছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিনোদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুহঃ ফসিহয়ুর রহমান, মহম্মদপুর বার্তা-র সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ মিল্টন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মফিজুর রহমান, শিক্ষক মো: নজরুল ইসলাম, মো: মুকুল আলী বিশ্বাস, নারী উদ্যোক্তা শারমিন আক্তার রুপালী প্রমুখ।

বিভিন্ন পর্বে অনুষ্ঠিত এই আয়োজন ছিল প্রাণবন্ত, আনন্দঘন ও শিক্ষামূলক। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শফিকুজ্জামান সবুজ।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে মহম্মদপুর উপজেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে আছিয়া প্রি-ক্যাডেট স্কুল। মোট ৪৪ জন শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটির সুনাম আরও উজ্জ্বল করেছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ১৬ জন, ট্যালেন্ট পুল বি গ্রেডে ৬ জন এবং সাধারণ গ্রেডে ২২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে শিক্ষাঙ্গনে চমক সৃষ্টি করেছে।

(বিএস/এসপি/জানুয়ারি ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test