E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন’

২০২৬ জানুয়ারি ২৪ ২০:১০:৩৬
‘অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন’

রূপক মুখার্জি, নড়াইল : দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে অবহেলিত নড়াইল। এই জেলার উন্নয়ন করতে হলে ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে নড়াইলে বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হলে ধানের শীষেই ভোট দিতে হবে, এর কোন বিকল্প নেই।   

আজ শনিবার বিকালে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহ্যবাহী নাকশী মাদ্রাসা বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ উপরোক্ত কথা বলেন।

জনসভায় প্রধান অতিথি নড়াইল-২আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। কোন বহিস্কৃত নেতার প্রলোভনে পড়বেন না। যারা বিএনপিকে ভালোবাসে, যারা শহীদ রাষ্ট্রপ্রতি
জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা সম্মান করেন; যারা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ভালোবাসেন, তাদের মার্কা একমাত্র ধানের শীষ। ধানের শীষ মার্কা স্বাধীনতা ও সার্বভৌমত্বের মার্কা।

জনসভার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, লোহাগড়া পৌর বিএনপির সহসভাপতি এসএম শাহিন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যাসহ প্রমূখ।

নির্বাচনী জনসভায় বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/জানুয়ারি ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test