E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এনপিসিবিএল-এর ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষের চিকিৎসাসেবা

২০২৬ জানুয়ারি ২৫ ১৮:৩৩:৫০
এনপিসিবিএল-এর ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষের চিকিৎসাসেবা

ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর এলাকার স্থানীয় জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) রূপপুর হাই স্কুল মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই ক্যাম্পে রূপপুর এলাকার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। সেবাগ্রহীতাদের মধ্যে নারীর সংখ্যাই ছিল বেশি। পাশাপাশি শিশু, প্রবীণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা নেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি কনসালটেন্সি, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপসহ নানা ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান। এতে সভাপতিত্ব করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক ড. খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

প্রধান অতিথির বক্তব্যে ড. জায়েদুল হাসান বলেন, রূপপুর প্রকল্পে একটি আধুনিক মানের মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে, যেখানে প্রকল্পে কর্মরতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্যও বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষ যেন ন্যূনতম স্বাস্থ্যসেবার জন্য কষ্ট না পায়—এটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় জনগণের রোগ নির্ণয় ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test