E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

২০২৬ জানুয়ারি ২৫ ১৯:০৫:২৯
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

রিপন মারমা, রাঙ্গামাটি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটি কাপ্তাইয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মশালায় উপজেলার মোট ২২টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে অংশগ্রহণ করেন, প্রিজাইডিং অফিসার: ২৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার: ১০৪ জন, পোলিং অফিসার: ২০৮ জন, মোট ৩৩৫ জন (৫% অতিরিক্তসহ) কর্মকর্তা এই কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ার খুঁটিনাটি এবং আইনি বিধিবিধান সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা করা যাবে না।"

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মো: আবদুর রকিব (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল এবং এসি ল্যান্ড নেলী রুদ্র।

কাপ্তাই উপজেলা ইউনিয়ন সংখ্যা ০৫ টি (চন্দ্রঘোনা, রাইখালী, চিৎমরম, কাপ্তাই ও ওয়াগ্গা) ভোটকেন্দ্রের সংখ্যা ২২ টি ভোট কক্ষের সংখ্যা ৯৯ টি (স্থায়ী- ৮৯, অস্থায়ী- ১০) পোস্টালভোট সহ পুরুষ ২৬,৪৪১ মহিলা ২৪,৫১৮ মোট ৫০,৯৫৯ জন। পোস্টাল ভোট ব্যতীত পুরুষ ২৫,৮৮৪ জন মহিলা ২৪৪০৬ জন মোট ৫০,২৯০ জন।

প্রশিক্ষণ শেষে ভোটগ্রহণের বিভিন্ন কারিগরি দিক ও ইভিএম/ব্যালট সংক্রান্ত জটিলতা নিয়ে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত প্রশিক্ষকগণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সভায় জানানো হয়।

(আরএম/এসপি/জানুয়ারি ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test