E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝিনাইদহে আমির হামজার বিরুদ্ধে মামলা

২০২৬ জানুয়ারি ২৫ ১৯:১৪:১৪
ঝিনাইদহে আমির হামজার বিরুদ্ধে মামলা

হাবিবুর রহমান, ঝিনাইদহ : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কুষ্টিয়া- ৩ আসনের জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহের একটি আদালতে মামলা দায়ের করেছেন এক আইনজীবী।

আজ রবিবার দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-সদর আমলি আদালতে মানহানির অভিযোগে বাদী হয়ে মামলার আবেদনটি করেন অ্যাডভোকেট আব্দুল আলীম।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন। তিনি বলেন, বিজ্ঞ আদালতের বিচারক মোখলেসুর রহমান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী ও আইনজীবী আব্দুল আলিম বলেন, আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা জিয়া পরিবার তথা বিএনপির সকলের মানহানি হয়েছে। এ ঘটনার ন্যায় বিচারের দাবিতে আমি আদালতের দ্বারস্থ হয়েছি।

(এইচআর/এসপি/জানুয়ারি ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test