E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় আপেল প্রতীকের প্রার্থী আকরামুজ্জামানের গণসংযোগ 

২০২৬ জানুয়ারি ২৫ ১৯:৩৩:৩৫
সালথায় আপেল প্রতীকের প্রার্থী আকরামুজ্জামানের গণসংযোগ 

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আপেল প্রতীকের ভোট চেয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফরিদপুর- ২ (সালথা-নগরকান্দা) আসনের মনোনীত প্রার্থী আকরামুজ্জামান। 

আজ রবিবার বিকালে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সালথা বাজারসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। আকরামুজ্জামান নগরকান্দার বানেশ্বরদী গ্রামের মরহুম সিরাজুল হক ছিরু মিয়ার সুযোগ্য পুত্র।

গণসংযোগকালে ইনসানিয়াত বিপ্লবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে আকরামুজ্জামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি নির্বাচিত হতে পারলে অবশ্যই সর্বপ্রথম জনগণের নিরাপত্তা নিশ্চিত করবো। মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। যাতে কেউ কাউকে ঘৃণা না করে হিংসা না করে, মারামারি কাটাকাটি না করে। নিরাপত্তা বিধানের পাশাপাশি নগরকান্দা সালথায় শিক্ষা ও স্বাস্থ্যর বিষয় নিশ্চিত করবো। যদিও বা নগরকান্দা সালথাতে কৃষি নির্ভর এলাকা। তাদের যে দূর্দশা উন্নয়নের যে ব্যাপারটা শিক্ষা স্বাস্থ্যর পাশাপাশি কৃষির যে উন্নয়ন তাদেরকে সরকারের সকল সুযোগসুবিধা দিয়ে নগরকান্দা সালথায় কৃষি প্রধান হিসেবে গড়ে তুলবো।

মাদকের বিষয়ে তিনি বলেন, যারা মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত আছে তাদেরকে ভালবাসা দিয়ে মানবিক আচরণের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনবো।

(এএন/এসপি/জানুয়ারি ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test