E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজস্থলীতে হাতপাখার প্রার্থী জসিম উদ্দীনের ব্যাপক গণসংযোগ ও পথসভা

২০২৬ জানুয়ারি ২৫ ১৯:৩৭:০৪
রাজস্থলীতে হাতপাখার প্রার্থী জসিম উদ্দীনের ব্যাপক গণসংযোগ ও পথসভা

রিপন মারমা, রাঙ্গামাটি : আসন্ন সংসদীয় নির্বাচনে ২৯৯ নং  রাঙ্গামাটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীনের সমর্থনে রাজস্থলী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাতপাখা প্রতীকের পক্ষে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।

ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থী সকাল থেকেই আলহাজ্ব জসিম উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা রাজস্থলী উপজেলা বাজার, শফিপুর, ইসলামপুর এবং বাঙালহালিয়া বাজার এলাকাজুড়ে প্রচারণা চালান। এসময় তারা সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগটি এক পর্যায়ে বিশাল মিছিলে রূপ নেয় এবং বিভিন্ন মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সংগ্রামের অঙ্গীকার

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন বলেন, আমরা রাঙ্গামাটির মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। আমাদের মূল অঙ্গীকার হলো প্রতিটি নাগরিকের জন্য সমান শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। পাহাড়ি তরুণদের বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের নামে চলা লুণ্ঠন বন্ধ করে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলা হবে।

প্রচারণা ও পথসভায় জসিম উদ্দীনের সাথে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন রাঙ্গামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, সাধারণ সম্পাদক ও নির্বাচনী সমন্বয়ক মাওলানা ওমর ফারুক, রাজস্থলী উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা ফয়জুল করীম, কাপ্তাই উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মোঃ আবুল হাসেম, নির্বাচনী আহ্বায়ক এনামুল হক বাচ্চু, কাপ্তাই উপজেলা সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ।

এছাড়াও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই গণসংযোগে অংশ নেন। বক্তারা আগামী নির্বাচনে পরিবর্তনের লক্ষে পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

(ওএস/এসপি/জানুয়ারি ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test