E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নড়াইলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে’

২০২৬ জানুয়ারি ২৬ ০০:৩৬:৫৪
‘নড়াইলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে’

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে অবহেলিত নড়াইলের উন্নয়ন হবে। এখানে একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নড়াইল হবে সম্প্রীতির জেলা। এখানে হিন্দু ও মুসলমান মিলেমিশে বসবাস করবে। হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ওপর অন্যায় অত্যাচার করা হলে প্রতিরোধ করা হবে, দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। 

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ইতনা চৌরাস্তা বাজার সংলগ্ন ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সরদার ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে ও আকরাম হোসেনের পরিচালনায় এক নির্বাচনী সভায় নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ উপরোক্ত কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বিএনপি নেতা কাজী এনায়েত হোসেন, আব্দুর রহমান, পিয়ারা কাজী, হিরোকসহ প্রমূখ। সভা শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শেষে ইতনা চৌরাস্তা বাজারে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে একটি নির্বাচনী মিছিল ইতনা চৌরাস্তা বাজার প্রদক্ষিণ করে। বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক মিছিলে অংশগ্রহণ করেন।

(আরএম/এএস/জানুয়ারি ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test