E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বর্ণাঢ্য আয়োজনে কাপ্তাই জয়কালী মন্দিরের দুই দিনব্যাপী উৎসব শুরু

২০২৬ জানুয়ারি ২৬ ০০:৪০:২৭
বর্ণাঢ্য আয়োজনে কাপ্তাই জয়কালী মন্দিরের দুই দিনব্যাপী উৎসব শুরু

রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটির কাপ্তাই লগগেইট শ্রীশ্রী জয়কালী মন্দিরের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) থেকে মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

দিনের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন ও মাঙ্গলিক পূজার্চ্চনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে ভক্তিমূলক সংগীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মহতী ধর্মসভা এবং শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় 'ক', 'খ' ও 'গ' বিভাগে প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন।

সংগীত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কণ্ঠশিল্পী মো: রফিক, পদাবলী কীর্তনীয়া শিল্পী উর্মি বণিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ সুপণ বিশ্বাস , টেলিভিশন শিল্পী লিপি দাশ, নৃত্য প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করেন নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এ্যানি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী প্রিয়ন্তি ধর, বিন্তি ধর ও সারা সরকার।মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি সমাজহিতৈষী ডাঃ কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে এবং কাপ্তাই শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও শিল্পী বাঁধন চক্রবর্তী পূজার সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা সমলেন্দু বিকাশ দাশ। ধর্মসম্মেলনের শুরুতে মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন করেন মন্দিরের সাবেক সভাপতি সমীর প্রসাদ ধর।বিকেল ৫টায় ধর্মীয় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে 'কালী-কৃষ্ণতত্ত্ব' নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ডাঃ সুপণ বিশ্বাস শঙ্করেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মন্দির পরিচালনা কমিটি সভাপতি প্রশান্ত ধর সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, অর্থ সম্পাদক, সাধন দাশ উপদেষ্টা রতন সেনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।ধর্মসভা ও পুরস্কার বিতরণ শেষে রাঙ্গুনিয়া শিলক গৌরাঙ্গ বাড়ি সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল স্বরূপ দাস বাবাজীর পৌরহিত্যে অধিবাস কীর্তন পরিবেশন করেন শিল্পী ছোটন সরকার। সোমবার (২৬ জানুয়ারি) ব্রহ্মমুহূর্ত হতে দিনব্যাপী ভূবণমঙ্গল শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত।

(আরএম/এএস/জানুয়ারি ২৬, ২০২৬)


পাঠকের মতামত:

২৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test