E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশের দক্ষ সুনাগরিক গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

২০২৬ জানুয়ারি ২৬ ১৮:০৪:২৮
‘দেশের দক্ষ সুনাগরিক গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : দেশের দক্ষ সুনাগরিক গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও অকো-টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিয়ার আব্দুস সোবহান (সি.আই.পি)।

আজ সোমবার সকালে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামে তাঁর প্রতিষ্ঠিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় ইঞ্জিয়ার সোবহান বলেন, আগামী প্রজন্মকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শুরু থেকেই শিক্ষার্থীদের কোয়ালিটি শিক্ষা বা গুণগতমানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বাস্তবতার আলোকে সময়োপযোগী শিক্ষার বিস্তার ঘটাতে হবে।

তিনি আরও বলেন, সিলেবাসের পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের ওপরও গুরুত্বারোপ করা জরুরি। শিক্ষকদের সময়োপযোগী ও বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণ, প্রত্যেক শিক্ষার্থী যেনো তার সেরাটা দিতে পারে ও তা আদায় করে নেওয়ার মতো মানসিকতা গড়ে তুলতে হবে।

ইঞ্জিয়ার আবদুস সোবহান বলেন, কেবলমাত্র মেধাবি, পরিশ্রমী ও দক্ষ সুনাগরিকেরাই দেশটাকে বদলে দিতে পারেন। নিজেদের পাশাপাশি দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখতে পারেন, দেশকে বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি ও সিইও তামিকো মিজই, সাপোর্ট সিস্টেম কো-লিমিটেড, জাপান।

প্রধান অতিথির বক্তৃতাকালে তামিকো মিজই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুশিক্ষা ও কঠোর পরিশ্রম একজন মানুষের জীবনে সাফল্য এনে দেয়। ইঞ্জিয়ার আবদুস সোবহানকে একজন সফল ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করে তামিকো মিজই তাকে আমন্ত্রণ করার জন্য ইঞ্জিয়ার সোবহানকে আন্তরিক ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপোর্ট সিস্টেম কো-লিমিটেড, জাপান এর পরিচালক কেনজি মিজই, জাপানিজ স্টুডেন্ট মিটসুকি মিজই, জান্নাত ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের পরিচালক মো. সুমন ভুইঁয়া, ফরিদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ শহিদুল ইসলাম এবং ইমতিয়াজ দেওয়ান মুরাদ, ইউএনএস, ফরিদপুর।

(আরআর/এসপি/জানুয়ারি ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test