E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বেকার ভাতা দিয়ে যুবকদের অপমাণিত করতে চাই না’

২০২৬ জানুয়ারি ২৭ ১৬:০৫:৫৮
‘বেকার ভাতা দিয়ে যুবকদের অপমাণিত করতে চাই না’

হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যুবকদের আমরা কোনো বেকার ভাতা দিবো না। আমাদের যুবকেরা বেকার ভাতা চাই না। বেকার ভাতা দিয়ে তাদের অপমাণিত করতে চাই না। আমাদের যুবকেরা তাদের দক্ষতার যোগ্যতার স্বীকৃতি চাই, তাঁরা হাতে হাতে কাজ চাই। অমরা কথা দিচ্ছি প্রত্যেক যুবকের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে।’

সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল ময়দানে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মা-বোনদের জন্য এমন বাংলাদেশ আমরা গড়ে তুলবো, যেখানে আপনাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই। কোনো জালিম আপনাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না। আর যদি তাকাই তার চোখ তুলে ফেলা হবে। মা-বোনেরা আমাদের ইজ্জতের গর্বের ঠিকানা। তাদের ইজ্জত নিয়ে যাঁরা টানাটানি করবে, অসুরের চোখ দিয়ে তাকাবে তাদের প্রতিহত করা হবে।’

জামায়াতের আমির বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি । এগারোটি দল এক হয়েছি দুর্নীতিকে লালকার্ড দেখানোর জন্য। মানুষ কষ্ট করে কাজ করে খাই আর এক শ্রেণির লোক গিয়ে তাদের কাছে চাঁদা চাই। তাদের সর্তক করে বলছি, এগুলো ছেড়ে দিয়ে হালাল রুটি-রুজির ব্যবস্থা করুন। প্রয়োজনে ভিক্ষা করো তবু তারো কাছে চাঁদা চাওয়ার দরকার নেই। ভিক্ষা করা হারাম নয়, চাঁদা চাওয়া হারাম। তাই হারাম ছেড়ে দাও।’

বক্তব্য শেষে জামায়াতের আমির ঝিনাইদহের চারটি আসনের দলের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

জেলা জামায়াতে আমির আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলর সিবগাতুল্লাহ প্রমুখ।

(এইচআর/এএস/জানুয়ারি ২৭, ২০২৬)












পাঠকের মতামত:

২৭ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test